ওলো সই,সই লো,তোদের বলি শোন
কানহা মোর বাঁশীর সুরে মনকেে
কেড়েছে...
ও যে মধুর হেঁসে রাখাল বেশে হৃদয় নেড়েছে...
তোরা ছল করেও বাঁধবি তারে মধু বৃন্দাবনে,
শ্যামকে গিয়ে জানাস তার রাধে অনুক্ষণে,
কৃষ্ণ লাগি রাই সুন্দরী তার জীবন সঁপেছে...
নয়নে সে কানু বিনা সবই ছেড়েছে...
যেখান থেকে পারিস ধরে আন মোর
বংশীবদনে...


ও যে বেনুর ধুনে আকাশ বাতাস মাতাল করেছে...
বেনু বনে কোণে কোণে, ধবলী ধেনু
রাখাল সনে
রাজা হ'য়ে খেলছে বসে মাটির সিংহাসনে।
বলতে পারিস তাকে গিয়ে রাই জীবন
ছাড়িছে...
ও যে ননীচোরা রয় যে মোর নয়ন জুড়ে
বুঝতে না চায় ডাকলে পড়েই আসব কী করে,
বুঝাস তাকে, কুলের বধূ,কুলকে ফেলে
তোমার ডাকে দেবে সাড়া সকলি ভুলে?
তাই মান করেছে মদনগোপাল রইছে দূরে দূরে...


সই!মনের কথা বলি তোদের সে চোরের চূড়ামণি,
ছল ক'রে খেলায় তোদের বাজিয়ে
বাঁশীর ধ্বনি।।