প্রশান্তি রাত্রির,অজয়ের তীরে
জয়দেবের কেন্দুলি,গাবগুবি বোল,
বাতাস মথিত বাউলের সুরে
কীর্তন আসরে মৃদঙ্গ শ্রী খোল।


অজয় নদের উজানে বাওয়া
পূন্য সলিল,পুলকিত মন,
ক্ষণিকের লাগি তৃপ্ত হিয়া
স্মরিয়া শ্যামরায় আনন্দঘন।


একতারার ই একটি তারে
ধ্বনিছে জীবনের জয়গান,
মনের মানুষ খুঁজিয়া ফেরে
অচিন পুরে রয় যে জন।


দেহ-ভান্ডে রে অবুঝ মন
ডুব দে রে যদি ধরবি তারে,
শ্বাস প্রশ্বাসে হ'য়ে মগন
অনুভবো ঈড়া পিঙ্গলারে।


সেথায় করে যাওয়া আসা
চিদাকাশের তড়িৎ তাড়ন,
ধ্যানে ধরো তার যে ভাষা
স্রষ্টা রূপী জীবন স্পন্দন।


জগৎ জুড়ে প্রবাহ প্রাণে
চেতন ও অচেতন মাঝে,
খুঁজো খ্যাপা মন গহীনে
সর্ব ভুতের অন্তরে বাজে।।
=============