মায়ের অতলান্ত দৃষ্টি ও স্নেহ
তৈরি করে এক মধুর আবহ,
দেয় অলৌকিক পুষ্টি,মানষিক শান্তি,
দূর করি তাপ-জ্বালা,নাশে সব ক্লান্তি।


অদৃশ্য নাড়ীর বন্ধনে সে যুক্ত,
সন্তানের ভালবাসায় হয় রিক্ত।
শুধু 'মা' ধ্বনি শ্রবণ কর্ণকুহরে,
সন্তানেরে স্পর্শে আশীষ উজাড়ে।


আজ এই মাতৃ-পুত্র পবিত্র বন্ধন,
কীভাবে টুটিছে হায়!সংসার প্রাঙ্গন,
বধূ আসি প্রেমী হয়ে,হয়ে সর্বনাশী
মাতৃস্নেহ হরিতে চায়, স্বরূপ প্রকাশি।


অভাগা সে সন্তান, অভাগী সে নারী,
বধূ সাথে মিলে মিশে,মা-অনিষ্টকারী।
সে-ও তো কন্যা ছিল,ভবিষ্যতের মা,
শ্বাশুড়ির প্রতি কেন নয় কন্যাসমা?


কী শিখিছে কন্যা তার লইয়া জনম
মাতৃ শিক্ষা চর্চা করি,করি নিরীক্ষণ?
অন্তরেতে বিষবৃক্ষ করিছে রোপণ
ফলরূপে গরল উগাড়ি সংসার দহন।


মাতা,বধূ,কন্যা তো 'মা'-এরই জাত,
স্নেহ,মায়া,মমতার মূর্তিমতী স্বতঃ
তা সবে অবহেলে, স্বার্থ লাগি ভাই,
সংসার-সমরাঙ্গনে অবতীর্ণ হয়।


কোথা যায় সুখ ও শান্তি পারাবার?
যার লাগি পিছু ধায় বিশ্ব-চরাচর।
খেচর,ভূচর সহ সবই প্রজাতি
দিনশেষে ঘরমুখো দূরীতে শ্রান্তি।


সন্তান ফিরিতে চাহে মাতৃ স্নেহ লাগি,
স্বামীও উন্মুখ রহে,বধূ সঙ্গ মাগি,
বধূ চায় পূর্ণতা, প্রেম দান করি,
মাতৃসাথে স্নেহ সুধা, সংসার-ঘট ভরি।
====================