ও মোর মন ময়না!কথা কয় না,
যতই সাধি কথা কওয়াতে
রাধে কৃষ্ণ বোল বলাতে,
নানান বাহানা ধরে কতই বায়না।


নজরটি ঠিক তার বাটিটির প্রতি,
ঠোকরায় খালি পিঁজরা-কাঠি,
আত্মসুখে সে মগন পরিপাটি,
জাগতিক নেশায় যে আসক্ত অতি।


আরামে আদরে কাটি সারাদিন,
দেখিয়া শুনিয়া শিক্ষা নাহি পায়,
জাগতিক লোভে ব'য়ে যেতে চায়,
জীবন ব্যস্ততায় সে রয় মগজ হীন।


মন ময়না,তুই দেহ-পিঁজরার লাগি
আসল ভেবে কতই খেল দেখাস?
কত ব্যথা, কতই দুঃখ যে পাস
কোথা যাবি উড়ে? তা পড়লে ভাঙ্গি।


ওরে থাকতে সময় হরি কথা বল,
দুঃখে সুখে না বিবশ হয়ে,
প্রতি পলে যাচ্ছো এগয়ে,
হঠাৎ কখন তুই ছাড়বি যে খোল।


কবে আবার পাইবি রে খাঁচা?
সেসব নাহি মনের গোচর।
হয়তো ঘুড়িবি শতশত বছর,
তাই সময় থাকতে নিজেকে বাঁচা।


না হলে ময়না,তুই বলনা বিসমিল্লাহ!
আল্লাহর নামে কলমা পড়,
ধুয়ে যাবেই যত কামনা-জ্বর
অন্তে,জান্নাতে আদদারুল আখিরাহ।
===================