এসেছে ডাক--
আজ মিলছি মোরা বর্ষশেষের সাজে
আয়রে ছুটে যেথায় যে জন আছিস,
তোরা,প্রাণে প্রাণে হৃদয় যোগে জাগিস,
তোদের যাক ঘুচে সব মলিনতা লাজে।


এসেছে-যাক--
নতুন বছর, নতুন উদ্যমেতে মাতো,
সূর্য করে যাক ধুয়ে বিষন্নতার জাল,
শপথ সাথে কর্মে দীপ্ত উজ্জল্,
চলতে পথে, কাটিয়ে বিঘ্ন বাধা শত।


দিয়েছে-টান--
"বিশের"বিষে জর্জরিত ধরা
স্থবিরতা গ্রাস করেছে মন
নববর্ষে শিকড়ে দিয়ে টান,
বিজয় কেতন কর্মক্ষেত্রে ওড়া।


বাজিছে -প্রাণ--
বিশ্ব ব্যাপি চলছে প্রাণের খেলা
ভুলিয়ে দিয়ে ভুলের খেসারত,
সত্য নিষ্ঠ হৃদয়ে অবিরত,
উদার হয়ে মনকে তুই মেলা।


পেতেছে-কান--
অনাগতর ডাক শুনছি নতুন ভোরে
কান পেতে তুই ধরনা তাকে ভাই,
সফল বৃক্ষ রোপণ করা চাই,
যেন মানব জীবন না রয় পতিত পড়ে।


ভুলেছে -মন--
দ্বিধা দ্বন্দ্ব মিলিয়ে যে যার লাগি
সহায়তার হাতটি তোরা বাড়া
হৃদয়তন্ত্রী বীণা কে ঝংকারা,
ওঠরে সবে হতাশা কে ত্যাগি।


জেগেছে -জীবন--
রাখ্ বিশ্বাস আপন হৃদয় 'পরে
চলতে দলতে বিপত্তি বাধা সব
নতুন দিনের নতুন শপথ লব
টুটাব তিমির নব জীবনের তরে।


দেখিছে-স্বপন--
নববর্ষের নব রঙে রঙিন
বাড়িয়ে পা কদম কদম চল্
পুরানো কে বিদায় দিয়ে বল্
যা হটে যা মনের মানস মলিন।  
=====================