অজয়ের তীর, রাত্রি নিঝুম
গাঢ় অন্ধকারে ডুবে যেতে চাই,
হাতছানি,নির্জন প্রশান্তি ঘুম।
কেড়ে নেবে জীবনের যতসব গ্লানি
হাড় হিম রক্তপাত আর হানাহানি।


মোরে আর জাগায়ো না
ফিরায়ো না দুঃখময় জগৎ সংসারে।
শুকায়েছে অজয়ের স্রোত,প্রেরণা,
জীবনের চোরাবালি,অশনি সংকেত,
হারায়েছে নদী তার ছলাৎ ছলাৎ।


অতীতের গর্ভে হারায়ে সবকিছু
ঘুমের নেশায়,চেতনার পাড়ে।
কী হবে আর মিছে নিয়ে তার পিছু?
ছিন্ন করি জীবনের লেনা দেনা
মেলিয়া বিহঙ্গ ডানা উন্মুক্ত উদাস মনা


অদৃশ্য মায়া ডোরের বন্ধন
পারিবে না আগুলিতে মোরে,
স্মৃতির সরণি বেয়ে উচাটন মন
হয়তো বা ঘুমঘোরে দেবে উঁকি,
অবচেতনে কল্পনার কাটি আঁকিবুঁকি।


অসহ্য জীবনের যাঁতা,ঘাত প্রতিঘাতে
টলোমলো পদ প্রক্ষেপণে
জীবন অভিসার পথে,
মন তুমি ডুবে যাও চলে
বিস্মৃতির গাঢ় গভীর অন্তরালে।
==================