উতলা মন! আজ তোমায় ডাকি ফিরে,
উধাও কোথায় বিশ্ব লোকের মাঝে,
পাই না খোঁজ, ব্যস্ত সবাই কাজে,
হারিয়ে গেছো, অনেক দূরে ভিড়ে।


সকাল গুলো আর হয় না স্বপ্ন রঙিন,
ভাবনা সবই রয় নিরাকার মনে,
গুটিয়ে রাখি হৃদয়ে সংগোপনে,
ধূসর ধূ ধূ আমার মানব জমিন।


ছিল যত সব বাসনা তোমায় ঘিরে,
উছল জীবন তোমাকে সঙ্গে নিয়ে,
উজান বেয়ে রেখে হিয়ায় হিয়ে,
হোক প্রতিকূল,নীরব অশ্রু নীরে।


হয়তো তুমি শুনতে না পাও ডাক,
রয়েছো কোথাও করে আত্মগোপন,
ব্যর্থ মোর স্বপন-চারা-রোপণ,
অন্তর্জলন,দাবানল দাহে খাঁক।
===================