আজ এলো এ কী দিন?
শক্তিমত্তা হারিয়ে ফেলে মোরা হয়েছি
স্বাধীন।
চারিদিকে ওঠে চীৎকার,আর শীৎকার,
করিতে প্রমাণ আধুনিক সভ্যতার।


ভব্য সভ্য মানুষ জন চক্ষু নয়নে মুদি,
হতে চায় ধৃতরাষ্ট্র,বা হয়ে যায় মুৎসুদ্দি।
দিন তো কাটে,রাতও কাটে, রেখে যায়
তার ছবি।
সওয়াল করিলে জবাব ও তো চাই, নবী?


হও সাবধান, হও চেতবান বর্তমানের
মানব,
প্রকৃষ্ট পরিবর্তনের লাগি হও তুমি সরব,
নিজের পায়েতে কুঠার মারিয়া করিতেছ
যা ক্ষত,
না হ'লে জেনো,করিবে না ক্ষমা,আগামী
ভবিষ্যত।।
====================