দূর দিগন্তে পাহাড় ঘেরা আকাশ
ছুঁই ছুঁই,
পায়ের নিচে ঢেউ খেলানো সরস
সবুজ ভুঁই।
ভোরের বেলা পাখির কূজন বাতাস
সঞ্চরণ,
প্রাণে প্রাণে দোলন দোলা নব ঊষার
কিরণ।
মাটির সাথে মিলি মিশি রোদন কান্না
হাসি,
সকাল সাঁঝে চাঁদ সুরযের প্লাবণ রাশি
ভাসি।
যোগায় শান্তি ভাসায়ে ক্লান্তি নীল গগন
তলে,
গাছ গাছালি পাখ পাখালি কত রকম
বোলে।


হেথা মোদের শান্ত নীড়ে পড়ল তোদের
নজর,
সভ্য মানুষ লালসা লোলুপ নেই প্রকৃতি
কদর।
পাহাড় বন করলি লোপাট, শান্ত সবুজ
ধংস চৌপাট,
হারিয়ে গেল প্রকৃতি মাঝে জীবন ধারণ
পাঠ।
'দিকু' তোরা আড়ত জোড়া তোদের কর্ম
কান্ড,
স্বার্থ পুরাও প্রকৃতি পোড়াও করিয়া লন্ড
ভন্ড।
পাথর খাদান গাছের ছেদন দিয়ে দাদন
হাতছানি,
হাঘর হাভাত মানুষ গুলো সব নিজের
দলে টানি।


ওরে!শিখবি তোরা কবে?তোদের বিবেক বুদ্ধি হবে?
বনবাদাড়ে দেখবি চেয়ে মোদের 'মারাং
বুরু'র থান,
হাওর বাওর সব আগলে রেখে,রাখি মোদের মান।
বাঁচতে হ'লে বাড়তে হ'লে মাত প্রকৃতি
উৎসবে।।
====================