রাখাল বালক রাখাল বালক সকাল সাঁঝে মাঠের মাঝে /
সবুজ সিঁথি আলটি ধরে কোথায় চলে
যাও?/
তোমার ঐ বাঁশীর সুরে   মনটি কেমন
উদাস করে/
মা-মাটি-ময় রসটি     কোথায় তুমি
পাও?


ধবলী ধেনু ধায় যে আগে   কৃষ্ণ কায়া
পিছে ভাগে, /
তোমার ঐ বংশী রাগে   তারা যেন
নিদে জাগে,/
অবলা হয়েও তারা যেন বলতে কিছু চায়।/
তুমি কি তাদের ভাষা   পড়িবারে
পাও?/


সকাল বিকেলে গড়ায় তৃণগুল্ম কত খায়,/
আনন্দেতে হাম্বা রবে একে একে ডাকে
সবে,/
তোমার সম্বিত তারা যেন ফিরাতে যে
চায়/
তুমি তখন আপন সুখে বাঁশরীতে শ্বাস
ফুঁকে/
বিয়োগ বিধুর মানস ছবি এঁকে চলে
যাও।/


তাদের পথের চলায় সারি সারি তমালিমায়/
ধুলো উড়ে গোরুর খুড়ে রক্তিম ঐ আকাশ জুড়ে,/
গড়ে তোলে এক স্বপ্ন জাল অতি
মায়াময়। /


তোমার ঐ বাঁশীর ধূণ মাতাল করেছে
মন,/
স্বনিত 'রাধা' ধ্বনি হৃদয় আকাশ জুড়ে/
অনুভবি,কীসের ভাবে, মানুষের মনটি
টেনে নাও।।
====================