নিতাই গোরা দুটি ভাই
দুহাত তুলে দিচ্ছে ডাক,
আয় ছুটে কে কোথায়
জাত বিভেদ নিপাত যাক।


দু ভাই মিলে নদীয়ায়
বিলিয়ে হরিনাম ধ্বনি,
কৃষ্ণ প্রেমে বায় মাতায়
বেয়াকুল হৃদয় জিনি।


বামুন কায়েত চণ্ডালেরে
সম্প্রদায়ের ভেদ ভুলে,
হৃদ-কমলে অশ্রু নীরে
প্রেম-তুফান জোয়ার তোলে।


শতছিন্ন হিন্দু সমাজ
ঐক্যভ্রষ্ট বিমূঢ় বিকল,
আত্মশক্তি হারিয়ে লাজ
জঙ্গমতায় হয়েছে বিফল।


রীতি রেওয়াজ কুসংস্কারে
তাকে স্থবিরতা করেছে গ্রাস,
তাঁরা ধর্ম-সাম্য-অস্ত্র ধারে
কাটিয়ে ছিল ভয় ও ত্রাস।


আজ সাম্প্রদায়িক রাষ্ট্রনীতি
জাগায় ফের হৃদয়ে ডর,
বিলাতে মনে মানব-প্রীতি
কোথায় নব-নিতাই গৌর?
===================