তুমি এসে ছায়া হ'য়ে দাঁড়াও,
        সংসার সমর দুঃসহ দুর্নিবার।
         অহরহ পাশে থেকে লড়বার,
             দুর্মর দুঃসাহস যোগাও।


   কে কোথায় এলো গেলো
            ধরে বিবিধ ভাব ভঙ্গি,
             কত কে বা চলার সঙ্গী
              নিশীথ স্বপ্নে মিলালো।


    প্রকৃতই,এ চির ভাদর মাস
              কন্ঠে ফাঁস সংসার জাল।
               নাহি পাই তৃপ্তি ক্ষণকাল
               বুক ভ'রে লইতে যে শ্বাস।


   তোমার কোমল করের করুণা
              স্পর্শ করুক চলার পথ।
       হাসি উচ্ছলতা প্রেরিত প্রেরণা
        ছোটাক বেগবতী জীবন রথ।