পৃথিবীর আজ গভীর সংকট লগ্ন
আঁক কষিতে বিজ্ঞানী কূল মগ্ন।
কীভাবে করিবে এ-র প্রতিকার
শুনাতেছে সম্ভাব্য বিপদ বার বার।


শিল্পের স্থাপন,নির্বিচারে বৃক্ষছেদন
আধুনিকতা আর অগ্রগতির লক্ষ্মণ।
কৃত্রিম ব্যবস্থার অতিশয় আশ্রয়
ধায় ধংসের গতি অতি সত্ত্বরময়।


মানুষের বিকৃত অবিবেচক লোভ
জাগাতেছে মুহুর্মুহু প্রকৃতির ক্ষোভ।
জানাতেছে যে আজ সংকটময় সৃষ্টি
ভূকম্প, বন্যা আর মেঘ ভাঙা বৃষ্টি।


শ্রেষ্ঠ হওয়ার নেশায় আজ সে মত্ত
গোপনে বানায় বোমা আনবিক কত্ত।
দূষণের প্রভাবে হবে খরা অনাবৃষ্টি
যদি না মানুষ পাল্টায় তার কৃষ্টি।


পৃথিবীর ফুসফুসে দাবানল জ্বালিয়ে
হরিতে চায়, প্রকৃতি যা রাখে লুকিয়ে।
প্রকৃতি শ্রেষ্ঠ জীব আজ কেন নির্জীব?
রাখিতে সৃষ্টির বীজ,হও আরো সজীব।
===================