মুসুরি এক শৈল শহর
দিনে দিনে বাড়ে বহর।
খুঁজতে যাই তোমায় রাণী
প্রকৃতির যে রূপের খনি।
দেবেন ঠাকুর তোমা দেখে
লিখে ছিলেন হৃদয় মেখে।


গাছের সারি পাহাড় ঢাল
মেষপালকের ভেড়ার পাল,
রঙিন আলোর সূর্যোদয়
ছড়িয়ে পড়ে আকাশময়।
পাখির কূজন রোদ ঝলমল
ভরিয়ে তোলে তোমার আঁচল।


শীতের সময় ভিন্ন সুখ
কুয়াশা ঢাকা তোমার বুক।
হিমেল পরশ হাওয়া ছোঁয়ায়
বরফ ঢাকা দূরের চূড়ায়।


আজকে শহর কংক্রিট'ময়'
হাই রাইজে আকাশ ছোঁয়।
গাছের ফাঁকে চিলতে উঁকি
রাতের তারার ক্ষণিক ঝুঁকি।
দেবেন ঠাকুরের মুক্তির স্বাদ
হারিয়ে গিয়ে,শুধুই অবসাদ!


প্রাণের আরাম বুকভরা শ্বাস
সবই অতীত, শুধুই হাহুতাশ।
দূরে দূরে জ্বলা দীপের আলো
করতো তাদের মনের ভালো।
আজ নেই সে আলো- আঁধার
রহস্যময় পট, গল্প ফাঁদার।


বিদ্যুৎ বাহী আলোক মালায়
গা ছম ছম নিয়েছে বিদায়।
মানুষ-প্রকৃতি আঁতের বাঁধন,
ছিন্ন আজি!শুধু অরন্যে রোদন।
===================