শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা
শিখিয়েছিলে ত্যাগ ও তিতিক্ষা,
মহীয়সী ভারতের মহান দীক্ষা।


আজ শিক্ষা-বুভুক্ষায়,তোমায় দরকার
ডঃ রাধাকৃষ্ণণ, আমাদের দরবার -
প্রকৃত শিক্ষা,করিতে মন সুদৃঢ় উদার।


গড্ডলিকায় ভাসিয়ে দেওয়া জাতি,
হারিয়েছে তার একদা উন্নত মতি,
যোগাও,ফিরাও লুপ্ত প্রাণের গতি।


কুসংস্কার জাল হটাতে তোমার যুক্তি-
শিক্ষার আলোকে বিবশ তমসার মুক্তি
চাই সচেতন সমাজ,শিক্ষক প্রতি ভক্তি।


শিক্ষক দিবসের বোঝ প্রকৃত অর্থ,
না হ'লে শিক্ষার সার্থকতায় ব্যর্থ। হে,শিক্ষাতাপস!পুনর্জন্মে করো মূর্ত।
===================