হেমন্তের হিমেল হাওয়ায় মন চলে যায়
উড়ে,
দূরে হোথায় আকাশ পানে মরেই শুধু ঘুরে।
করুণ রাগে বাজতে থাকে হৃদয় তন্ত্রী
বীণা,
স্মৃতির পারে ছায়া লোকে কাদের আনা
গোনা।
ক্ষণিক তরে ভেসে ওঠে ক্ষণিক তরে
ডোবে,
দেখেছিলেম তাদের আমি কোথায় যেন
কবে।
মিলতে চাই,মিলাতে নারি তাদের ছায়া
ছবি,
মনের কানা গলির মাঝে হারায়ে ফেলি
সবই।


হৃদয় জুড়ে বেদনা ক্ষত জাগায় শীতের
জারা,
ব্যাকুল মন আকুল আজি পাইতে তাদের সাড়া।
খুঁজিয়া ফিরিতে অম্বর পথে হঠাৎ জাগিয়া ওঠে,
স্মৃতির মাঝে যায় যে দেখা হাতটি
তোমার মিঠে।
অশান্ত,অন্ধ,ক্ষুব্ধ,কাতর বন্ধ হিয়ার
মাঝে,
মিলিয়ে যায় ক্লান্তি আমার পাইয়া তোমায় কাছে।
হটিয়ে দিয়ে হিমের কাঁপন,তোমার উম
হৃদয় স্যাঁকা,
শ্রান্তি মাঝে শান্তি লভি জগৎ জাগে
মধুমাখা।।