তুমি এসেছিলে নিয়ে জীবনে ছন্দ
কোন বিলীয়মান, বিস্মৃত,অতীতে।
আকাশমণির তলায়,গঙ্গায় ছায়াপাতে,
এখনো খুঁজে ফিরি,তার রূপ রস গন্ধ।


পার হয়ে গেছে বছর অনেক গুলি,
কী করে হায় ভুলি দিন সেই সব!
অন্ধের যষ্টির মতো তাল ঠুকে চলি,
সেই সব দিন কি আর হইবে বাস্তব?


তীর্থের কাকের মতো শুধু বসে থাকা,
হয়তো র'বে জীবনের পথচলা ফাঁকা।
নাকি,ভুলিয়ে ভুসুক ভাসা,ছায়াময় ছবি,  
প্রাণে মনে স্ফুলিঙ্গ-দীপ্তি,দিব্য ছড়াবি।


এভাবেই কাটাতে চাই বাকী দিনগুলি,
তোমা যদি পাশে পাই,পেয়ে নিরিবিলি।
====================