উদ্ভিন্ন করিয়া মাটি তোমার আবির্ভাব,
প্রাণের ধারক ও বাহক,সদাই সদ্ভাব।
জড়া-প্রকৃতি, তোমার পাইয়া পরশ,
প্রানবন্ত,পরাণ মাঝে হর্ষের প্রকাশ।


সৃষ্টির আদি,ধরা পূর্ণ কারণ-সলিলে
নাহি ছিল প্রাণ, শুধু সঞিত পললে
অনু-প্রাণ স্পন্দনে,তুমি প্রকাশিলা,
ধীরে ধীরে বিবর্তন তোমা বিবর্ধিলা।


আ-মাপা সূর্য রশ্মি করিয়া শোষণ,
মৃত্তিকা রস ধারা দেহেতে ধারণ,
তোমার সবুজ কণা করি সংশ্লেষণ,
ফল ফুল,বীজ বৃক্ষ,করিলে যে দান।


রুক্ষ ধরা সজীব তব অকৃপণ দানে,
প্রকাশিত সঞ্চারিত হ্'ল প্রাণে প্রাণে।
তোমায় নির্ভর করি সর্ব জীব প্রকাশ,
সভ্যতার অগ্রগতি ও তদ্রূপ বিকাশ।
===================