ভ্যালেনটাইন ডে তে মেতে বাচ্চা বুড়ো বুড়ী /
করতে পালন এদিন টাকে বিশ্ব ময় জুড়ি/
রাস্তা ঘাটে যুগলে ঘোরে হাতে হাতটি
ধরি/
অন্যরকম ভাবতে মোরা থোড়াই কেয়ার
করি/
দোকান পত্র সেজেছে সব লভ্ সাইনে
ভরি/
দেদার বিক্রি উপহারের,মাখো ফেলে
কড়ি/
গার্ডেন পার্ক উপচে পড়ে যতেক নর
নারী /
প্রেম নেই তার সংসারেতে এসেছে ঘর
ছাড়ি/


ভ্যালেনটাইন ডে,সে তো রক্ত ক্ষরণ দিবস/
জীবন টাকে বাজী রেখে ভালোবাসার
পরশ/
সত্য লাগি লড়াই জারী না করে কোন
আপস/
জান দিয়েছে মান রেখেছে বলতে নারি
'সাবাস'/
সত্যিই যদি নিতে চাও ভ্যালেনটাইনের
সুবাস /
পড়তেই হবে জানতে হ'লে তার যে ইতিহাস /


ভ্যলেনটাইন এক সাধু ছিলো নিজ ধর্ম প্রচার/
করতে গিয়ে বরণ করে কত রাষ্ট্র অত্যাচার/
জেল সহ জরিমানা  অশেষ তিতিষ্ঠা বরন/
পাল্টায়নি তবু খ্রীষ্ট নীতি পরোপকার ধরন/
কারা মধ্যে সুস্থ করি এক দুস্থা বোবা নারী/
রাষ্ট্র রোষে পরি নিজ জীবন উৎসর্গ  করি/
ভ্যালেনটাইন ভালোবাসা হয় তবে প্রচার/
শুধু শৌখিন 'গিফটে' তা হয় কভু সাকার?
============================