ভেঙে মোর ঘরের চাবি
================
শ্রী নীরদ/১৮/১২/২১
================
ঘরভাঙ্গানো খেলার তুমি  মস্ত কারিগর
বোধ হয় বোধোদয়, হচ্ছে আজি তার।
লজ্জা শরম না ছিল, না ছিল এথিকস,
বিরোধী শূন্য করতে হবে এটাই পলিটিক্স।
গণতন্ত্রের টুঁটি টিপি কায়েম ছিল রাজ,
এক একটি খুঁটির পতন পড়ে বুকে বাজ।


ধমকে চমকে ওষুধ গেলানো কদ্দিন চলে?
নেচে কুঁদে মঞ্চ ভাষন সবজান্তা বলে।
ঔদ্ধত্য,খবরদারির সীমা থাকা ভালো,
ইতিহাসই সাক্ষী, পতন তাদের হলো।
সাজানো তাসের ঘরে মোসাহেবের দল
গাইতো শেখানো বুলি বুকে নাইকো বল।
মরণকালে বুদ্ধি নাশ,পতন অহংকারে,
সেসব আজি নাচছে,আসি তাদের ঘিরে।


দিনে দিনে দলজাহাজ দিঘে আড়ে বাড়ি,
তাপ্পি দিয়ে তুফান ভারী চেয়েছ পাড় করি।
ঘোলা জলে মাছ ধরে, ভরে তোমার ঝুলি,
আজকে যে,তাদের মুখে, খৈ ফুটেছে বুলি।
পাগল প্রায় ছুটছ, রাখতে তাদের ধরে,
মৌচাকে ঢিল পড়েছে, যাচ্ছে সবি উড়ে।


ভাবো নাই আগে,ভারী পড়িবে তোমার
কর্মফল,
দেরি হয়ে গেছে রাখতে তাদের যত খাও
আদাজল।।
============================