হে ভারতের নবীন যুবার দল!


এগিয়ে চল্ জীবন যুদ্ধে পাবিই তোরা ফল।
নতুন যুগের ভোরে,রুখবে তোদের কে রে?
জ্ঞান বিজ্ঞানে হয়ে বলীয়ান,মগজ অস্ত্রে
দিয়ে তুই শান,
তোদের চলতে হবে দলতে হবে সকল বিপত্তিরে।


ধী শক্তি, প্রাণ শক্তি, শুদ্ধ আত্মা শুদ্ধ ভক্তি,
জ্বালিয়ে দেবে জ্ঞানের আলোক বিশ্ব
চরাচরে।
তোদের হাতেই বিজয় ডঙ্কা উঠছে
নড়ে চড়ে।
রাখ বিশ্বাস নিজের'পরে হবেই তোদের
জয়,
শুনতে পাচ্ছিস বিজয় শঙ্খ নাদিছে
নিশ্চয়।


হটিয়ে দিয়ে কর্মনাশা-বিদ্যা-বুদ্ধি অসুর,
রাজনীতি মারপ্যাঁচ থেকে শত যোজন দূর।
ভয় কী তোদের? পতন আর স্খলনে,
যতই বন্ধুর বাধা হোক  চরিত্র গঠনে,
হয়ে সহায় দেবে অভয়,তজ্জাত সন্তানে


হ তুই নির্ভীক,হ তুই বীর, চলতে ফিরতে উচ্চ রাখি শির,
জয় তবে তোর হাতের মুঠোয়, লক্ষ্য
যদি রাখিস স্থির।
জীবন যুদ্ধে হারজিত, দমাতে পারে
তোরে কদাচিত,
সে তো একই মুদ্রার শুধুই এপিঠ আর
ওপিঠ।


না দিয়ে পিঠটান, চল তুই সটান,
সময়কে জ্ঞান করি,ভুল ত্রুটি শোধন করি,
জীবন সংগ্রামে তুই হ আগুয়ান।


আলস্য,অবিশ্বাস, চাটুকারিতার বিষে,
পরমুখাপেক্ষিতা,শঠতায় না-হয়ে ক্লিশে,
আপন পথে চলরে আজি নবীন যুগের ভোরে
তোর বিজয় সংকেত বহন করে নতুন দিবাকরে।।