আষাঢ় এলো, মেঘের ভার,
আকাশ জুড়ে বৃষ্টির দরবার।
কাঁধে লাঙল, পায়ে কাদা,
শ্রমে ভেজে কৃষকের গা-দাদা।

ধানের চারা বুকে ধরে,
নেমে পড়ে জলভরা ঘরে।
পায়ে কাঁটা, মাথায় ঝড়,
তবুও আশা—ফসল ভরপুর।

নেই কোনো ছুটি, নেই বিশ্রাম,
প্রতি ধাপে লুকিয়ে থাকে অবহেলার নাম।
তবু সে হাসে, তবু সে চাষে,
দেশটা বাঁচে তারই আশ্বাসে।

আষাঢ় মাসে নয় শুধু কষ্ট,
কৃষক মানেই জীবনের রূঢ় বাস্তব সৃষ্ট।
চাই সম্মান, চাই ভালোবাসা,
এই কৃষকেই মাটির ভাষা।