যদি কল্পনা করা যেত
এই ধর যারা মৃত প্রান্তর
সূর্যের ঝাঁঝে ঝালাপালা
সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে দিল
ডুবলো মরুরাশি, অচেনা কাঁটাগাছ , খেজুরের ডালপালা
আর কি সরু নদী ভালোবাসবে?
অথবা যে বারবার গেছে হিমালয়
চুঁড়োয় চুঁড়োয়, চুঁড়োয় চুঁড়োয়
অথচ (কি হাস্যকর)...হোঁচট খেয়েছে রাস্তায়
যেথা ইঁট পাটকেল কারা ছড়িয়ে বেড়ায়
আর কি সে সমতলে নামবে ?
আর যদি ভুলেও কোনোদিন কোনোমতে
(নিতান্তই ভাগ্যদোষে)
হতেই হয় পুরুষতান্ত্রিক --ব্যাস..
দেখতে হবে মিছিল, করতে হবে স্লোগান এর অভ্যাস---
মহাকাশের তারা ঝিলমিল--
" করেছ যে রক্তের সম্পর্ক...
আর কি তুমি আকাশে উড়তে পারবে?"
হে বন, হে অরণ্য!!
আমায় কেন যাওনা নিয়ে ভুলিয়ে?
হে গহন বন, তুমি হওনা যতই ক্রূর
তবুও তুমি বনানী, নোনা দীঘি, ঘাসফুল
ভেঙে দাও তব ক্রূরতায় জন্মানোর ভুল
দাও ধাঁধা, আলো-আঁধারী, পথভ্রান্তিকর
আর নয় (অনেক তো হল)
চাই না এই স্রেফ বেঁচে থাকা--শ্রান্তিকর |