অশ্রুভেজা-রক্তভেজা মাটির স্পর্শ থেকে
পবিত্র ঘ্রাণ আসে শতাব্দীর ব্যবধানে
শূন্য উদর প্রকৃতির মাঝে-
সুনসান রাতের আসর বসে ছিল একদিন
কালো রাত্রির আঁধারের ভোর বিহনে তাড়িত ঘণ্টা
বাজতে শুরু করল চেতনাহীন ভাবে ধুলোময় দূর তীর্থে
আনাচে-কানাচে ছুটে চলে -
শোভাযাত্রার মশাল স্বদেশকে যারা রক্ষা করবে বলে
চিরকালের জন্য মুছে দিতে চেয়েছিল
আমার সোনার বাংলার পতাকা
বিধ্বস্ত নগরে পরিণীত করেছিল মধ্যরাতের আঘাতে
নৈরাজ্য-স্বৈরাচার,নিপীড়িত -নির্যাতিত
লাঞ্ছিত,বঞ্চিত, শোণিতে -শোষিত জাগিয়ে দিয়েছিল
উল্কা ভরে সবুজ উদ্ভাসিত শহর গ্রামের অভ্যন্তরে-
রাজপথ রঙে লাল হয়ে
তুষের ধিকিধিকি দাবানল ছড়িয়ে পড়ছে
সক্রিয় বাকপ্রতিমা ভেঙে -
তবে সাবলীল ভঙ্গিতে আমরা চালায় গণতরঙ্গের উচ্ছ্বাস প্রত্যয়
সুচারুভাবে অর্জিত হয় স্পন্দিত বধূবরণ শ্যামলিমার ছায়ার দেশ।