উজান স্বপ্নের মাঝে মেঘ জমেছে রূপালি বর্ষার দিনে
বিষণ জোয়ার ভাটার ফলে নদীর বুকে বান ডেকেছে
সীমাহীন সুদূরে
বৈকালের চাদরে
ছিন্নপর্দার জালবুনে কল্পনার অঙ্কুরে অচল মৌনের নগ্নচিত্তে
উত্তরীয় ভ্রমরের মলিন গানে ব্যাকুলতার পরশ জাগে
সুকোমল দৃষ্টিপথে
নির্বিকার নির্জনে
মঙ্গলমন্ত্রে শুভস্পর্শে যূথীর মঞ্চতলে ক্ষতি লাভের পঞ্চনদে
অবহেলার তরে বিলীন হয়েছে খেলার ছলে নিয়তির টানে
সংকেতে অঙ্কেতে
হিসাব কষে
বিদায়ের ক্ষণে উদাসীন ভাবে নীরবে গভীর ধ্যানে ইষ্টিশনের
মোড়ে বসে অবেলার লগ্নে ভেসে যাবে কলাগাছের নৌকা
বাঁশের ছাউনি দিয়ে
দোলে কোলে ঝুলে
লেজটুকু নেড়ে জিহ্বায় কামড় দিয়ে অভ্রভেদী রথে চড়ে
উড়াল দিবে খাপছাড়া মহাশূন্য পাড়ি দিয়ে সাত আসমান ভেদ করে
অরণ্যের নগরে
স্বর্গ নরকের পাড়ে
উঁচুনিচু ভূমিতে ছেঁড়া ফুল ফুটে আপন খুশিতে নীল লজ্জাবতীর
ঘ্রাণে গন্ধগীতি বাজে হিয়ার মর্মমূলে নষ্ট যুবতীর আড়ষ্টে
ভূমিষ্ঠ ভ্রূণে
দুরন্ত উচ্ছ্বাসে
উদভ্রান্তিক ধিক্কারে গোলকধাঁধার খপ্পরে কাঁদে বগায় অন্ধকারে
উচাটনের পথ ভুলে ভুবন শহরের মায়ায় পরে থাকে গহীন কবরে।