বিষাদের সংবর্ধনা শোণিত নিঃশ্বাসের শিহরণে বাজে
স্বপ্নলোকের মগজে
রঙিন বেহালার সুরধ্বনি ভেসে আসে
উন্মোচিত অভিমানের উদাসীন খরস্রোত থেকে।
অন্তরঙ্গ প্রেমের হোলি খেলা গুলি
নির্বাসনে গেছে আমায় ফেলে ভবের পারাবারে
নীল চোখে অসংকোচ মনে তাকিয়ে আছি
ধ্বংসস্তূপের ঘাপটিমারা উসখুস জীর্ণ শূন্য পল্লবে।
সঞ্জীবিত দেহে
অবান্তর সিঁড়ি বেয়ে
স্বর্গের শিশিরে উচ্চ শিখরে উঠে যাই আপন সুখে
জনশূন্য মৃত্তিকার মেঠো পথ ধরে
ভাদ্দুরের শীর্ণ দুপুরের বৃষ্টির ন্যায় উড়ে চলি গতিহীন পাড়ে।
অলকানন্দা পরে আছে
সাদা খাতার ছিঁড়া প্যাঁচা শিকলের ফোয়ারা চিত্তের চৌকাঠে
চৈতন্যের দোলাচলে
লিরিকের আওয়াজ আসে
নিষিদ্ধ চোরাবালি থেকে কম্পিত কফিনের পাদদেশ হতে।
কীসের অস্তাচলে
কীসের নেশার জালে
মালাগাঁথি আপন ভুজে
বসন্তের বকুল তলায় বসে
নিঝুম বাঁশির সুর তুলি
বীরোচিত দর্পণে বিদূষক সত্তার টানে পরদেশী বন্ধুর জন্যে।