ভাদ্রের রক্তিম আকাশের মেঘ গুলি জমে হৃদির কঞ্চির ঘরে
জল তরঙ্গের ফেনা তুলেছে ধূসর চক্রবালে কাশবনের আড়ালে
ভোরের ঊষার মাঝে ফুল ফুটে
বৃষ্টির রিমঝিম সুখের তানে
প্রজাপতির লাল নীল গালিচার ঝাপটা - ঝাপটির আওয়াজে
মন উড়ে চলে গভীর ভাবনার খুনসুটির কুঁড়ে ঘরে
স্মৃতির দেয়ালে আটকে আছে
ব্যথার পাহাড় নিঝুম রাতের আঁধারে
নিটোল জীবন হারিয়ে গেছে
ভাদ্রের ভরা পূর্ণিমার ছিন্ন চূর্ণ পদস্পর্শে
পুষ্পাকূলে শূন্যতার উদ্যানে খুঁজি ফিরি রঙিন সৌরভ যৌবনের গোধূলির লক্ষ্যে
মাকড়সার জালে মায়াজালে বিস্তীর্ণ দিগন্তের অমাবস্যার ভাবনার কালেভদ্রে
ভাদ্দুরের তুফানে
উদাস জমিনে
তৃষ্ণার চরাচরে ধুকপুকুনি স্তূপের কারাগারে
মিশে গেছি
শ্যামল মাটির নান্দনিক নিঃসঙ্গের পাঁজর ঘেঁষে নীরবতার মুগ্ধাবেশে ।