অনেক বছর পেরিয়ে গেলো চোখের জলে
যুদ্ধ হয়েছিল বহুদিন আগে বাংলার মাটিতে
সোনার বাংলা গড়বো বলে
রক্তের বিনিময়ে
জীবন দিয়েছিল সালাম বরকত রফিক জব্বর
আরো দিয়েছিল
এই দেশের বুদ্ধিজীবী কবি সাহিত্যিক
এত রক্তের বিনিময়ে পেলাম একটি মানচিত্র
সাবলীল সুন্দর একটি ভূখণ্ড সবুজ দেশ
যাতে থাকবে না কোন কান্নার আহাজারি
শুনতে হবে না ধর্ষিতার কাতর
মায়ের চিৎকার।
কেন আজো আমি চিৎকার শুনি ঘুমের ঘরে
স্বাধীনতা অর্জন করেও পাইনা
স্বাধীনতার মর্যাদা
মাঠে ঘাঁটে আজো দেখি ধর্ষণের হাহাকার
শিক্ষা অঙ্গনে অফিস আদালতে প্রতিটি স্থানে
অত্যাচার নির্যাতন হচ্ছে অসহায় দুঃখী মানুষেরা
মায়ের আঁচল বাবার স্বপ্নকে নিয়ে
করিতেছে অবহেলা
তাহলে কি আমরা পেরেছি অর্জন করতে স্বাধীন বাংলা
জাতি আমাদেরকে দিয়েছে লাঞ্চনা বঞ্চনার আদর্শলিপি
পারিনি দুঃখী মানুষদের মুখে হাসি ফোঁটাতে
একটি মুক্ত বাংলা গড়তে গিয়ে গড়েছি ডিজিটাল বাংলা
এই হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত সোনার বাংলা।