লম্বা ছায়া পড়েছে, বিষণ্ণ পাথরের বুকে, অস্তমুখী সূর্যের টানে
বেদনাহত বারান্দার আকাশের নীচে বসে ছিলাম,
বিদায়ী চাঁদ দেখবো বলে,দিগন্তহীন মিটি মিটি তারার দেশে,
গিয়েছিলাম অনুগ্রহের আবদার নিয়ে,
কিন্তু স্বপ্নের সবুজ আমায় ফিরিয়ে দিলো,আনমনা সুরের ধ্বনিতে
তবে ঝিরঝির বাতাস অনুসরণ করে,প্রতিকূলতার মাঝে দাড় করিয়ে দিলো
দৌড়ঝাঁপ দিয়ে, মনের ঘড়ির কাঁটায় আঘাত হানে,বিরহী আবেশে
সময় - সংকট অসন্তোষ প্রকাশ করে, হারিয়ে যায় ইচ্ছের ডানায় চড়ে
রক্তভেজা কাফনে,তবে দেয়ালের উপারে, বেশ ক্লান্ত সুরে ভালোবাসা হাসে।