কষ্টের প্রহর গুনি দিবা নিশি মনের অজান্তে
আঁধার ভরা জীবন মোর ধূসর কালো প্রান্তে।
এক ফোঁটা সুখের লাগি গাঁথিনি মালা শুকাবে বলে
বুঝিনি অতটা স্নিগ্ধ আঁখির জলে ডুবে যাবে।
অস্তপারে পৌঁছাবে আমার বাণী স্বর্গে যাবে জানি
বিষণ্ণতার মধ্যে রেখে দিব পাড়ি ঊর্ধ্ব প্রানে।
আশার নিরাশার ভরসা কাটাতে হবে না আর
কালবেলা অবেলার ঝড় থাকবেনা ঐ স্থানের নির্জনে।
গভীর রাত্রিতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে জাগবনা
বিকেল বেলার সূর্যাস্তের রক্তিম নীল আকাশ চাইবো না।
স্বপ্নহীন ভোরের শিশির ভেজা সবুজ ঘাসের ছোঁয়ার
জানা অজানার গল্প কেউ শোনাবে বলে আমায়।
কবিতার গান বেজে ওঠবেনা হৃদয়ের ছোট মন্দিরে
বিদ্রোহের ঝঞ্ঝা প্লাবিত বন্যার করুণ ক্লিষ্ট অনাধারে।
কাশফুলের কোমল উষ্ণতায় প্রিয়সীর কালো চুলের ঘ্রাণ
আসবো না কারো শিয়রে বনের মাজারের তরে।
প্রখর চোরাবালিতে কোন একদিন হারিয়ে যাবো অসময়ে
থাকিব নির্জন ঘোর অন্ধকার গহীন আঁধারে।