মুঠোয় মুঠোয় ভালোবাসা সৃষ্টি করে তুলে রেখেছি ছাঁদনাতলায়
টইটম্বুর হয়ে আছে যৌবনের তরঙ্গে জবড়জং হয়ে আছে ,
জিলাপির প্যাঁচের মতো ।
দু হাত বাড়িয়ে নিতে পারবে কৌমুদীর খুনসুটি গুলি  প্রতিলিপি
করতে পারবে খুব সহজ ভাবে নিজের কাছে রেখে দিতে পারবে ,
কোন রকম ভাবে ।


তোমার জন্যে সাজিয়েছি মনোরথের ডানায় চড়ে উড়িয়েছি আপন
গতিতে ব্যোম ক্যাশে ছিনিয়ে নিতে না পাড়ে অসীম কালে আমার ,
কাছ থেকে তোমায় ।
গাঙুর জলে ভাসিয়েছি স্বাদের নৌকা পাল বিহীন ভাগীরথী নিয়ে যাবে
তোমার মনের ঘাটলায় অযামিনী সন্ধ্যা লগ্নে পেয়ে যাবে অতি গোপনে,
অদেখা পত্রখানি ।


বলাহক নেমে আসবে তোমার মাথার উপরে শুরু হবে প্রবল বায়ু নদীর
বুকে ঘোমটা দিয়ে তুলে আনবে আমার মনের উঠোনে এক নিমিষে,
হাওয়ায় উড়ে পতত্রীর ন্যায় ।
কুঁড়িয়ে আনবে আমার জন্যে অম্বর থেকে এক চিমটি স্বর্গীয় প্রেম
বিলিয়ে দিবে হৃদের মাঝে অভিলাষে ব্যাপক পরিমাণে মালা গেঁথে ,
পড়িয়ে দিবে আমার গলায় ।


কত স্বপ্ন দেখি তোমায় নিয়ে আর তুমি ছেঁড়া চুলে খোঁপা বাঁধার স্বপ্নে মগ্ন
থাকো,জায়া বানাবো আমার মণিকোঠায় অর্পণ করবো তোমার হাতে ,
আমার শেষ সম্বল ।
ছিনিমিনি খেলো পরগাছায় বসে বসে ক্ষণপ্রভার সাথে অমরাবতী আমায়
খবর এনে দেয় অভিরুচির সাথে সিতাংশু আমায় জাগিয়ে দেয় ভোরের
আভায়, শুধু তোমার জন্যে ।


হীন হয়ে ভাবি কালো মেঘের দিকে তাকিয়ে কখন জমে আসবে আমার
বাড়ির আঙিনায় ,দেখবো দু নেত্র দিয়ে বারে বারে মনের ব্যথার ছলে ,
অতিকায় উপেক্ষা করে হৃদয়ের সাথে ।