স্মৃতি গুলো ভাসে নীরবে তিতাসের পাড়ে
এঁকে দিয়ে যায় মনের ঘরে সন্ধ্যা প্লাবনে।
হঠাৎ ঝড় এসে উড়িয়ে নিয়ে গেলো শ্মশান ঘাটে
দেনা পাওনার হিসেব কষে
বেলা অবেলায় ইন্দ্রজালের প্রভাবে
কূলের ওপারে সোনায় মোড়ানো প্রদীপ জ্বলে
চন্দনের কাঠে
স্রোতের টানে দূরে নিয়ে যায় ব্যাকুলতার হৃদির স্পন্দনে
কষ্টের কাঁটা তারে
তিতাসের পাড়ে সাজাই লাল নীল প্রেমের দীপাবলি
আসবে কবে
নিতে আমায় ওই তটের বন্ধু ফানুসের ডগায় ধরি
কত তরীতে সানাইয়ের সুরের কল্লোল বেজে গেলো
আপন নিয়তির তানে
বিরহীর আগাতে চিতার দহনে দেহ হইলো ছাই
কেউ নিতে আসলো না
স্বপ্নের জালবুনে
আজো ভাসে হাসে
আমার আলপনার চৌকাঠে নূপুরের আওয়াজ তুলে ভরদুপুরে
বৃষ্টি নামে ভাদ্দুরের
রোদ্দুরের তাপে
তিতাসের কূলে মুচকি হেসে ছলনার ক্যানভাস থেকে ।