যথেষ্ট হয়েছে এবার ফিরে যাও
তোমার আপন নীড়ে ।
যেই স্থান থেকে এসেছো তুমি
সেই স্থানে ই আবার ফিরে যাও ।
তুমি যা চেয়েছো তা তো তুমি করতে পেরেছো,
যথার্থ হয়েছে ফিরে যাও ।
আর কি চাও !আমার যুদ্ধংদেহীতে বাসা বেঁধে,
ভাসিয়ে দিয়েছো চোখের জলে ।
মায়ের সামনে বাবার সামনে থেকে সন্তান কে
টেনে হেঁচড়ে নিয়ে গেছো গহীন আঁধারে।
পৃথিবীটা কে বানিয়েছো মৃত্যুপুরী,
প্রতিদিন কেড়ে নিচ্ছ অসংখ্য মানুষের প্রাণ ।
শোকার্ত মানুষের কান্নায় ভারি হয়েছে মোনাজাত,
তোমার ভয়ে কাঁপছে মর্ত্যলোক
পালিয়ে যাচ্ছে পুরোনো শুঁকুন গুলি ।
ধ্বংস হয়ে গেছে আশার আলো
মিশে গেছে পুষে রাখা স্বপ্ন ।
কেড়ে নিয়েছো কত নব বঁধুর
ইচ্ছের ডানার উড়া উড়ি ।
বাসস্থান কে বানিয়েছো নরকের অধিপতি
নিধন করেছো অবলীলাক্রমে যা চেয়েছো ।
যাথার্থ্য হয়েছে এবার ফিরে যাও
তোমার প্রভুর সান্নিধ্যে ।
মিশন তোমার পূর্ণ হয়েছে
জয় লাভ করেছো অত্যধিক ভাবে ।
হে, খেতাব প্রাপ্ত কভিড ১৯
আর কত ঘাতকের বেসে ঘুরে বেড়াবে ।
নিরহি মানুষের পিছে পিছে
এবার থামাও তোমার মৃত্যু যজ্ঞ আরাধনা ।
মহামারী আর কত ছড়াবে
বুকের পাঁজরের রক্ত কণিকায় ।
অনেক হয়েছে ফিরে যাও স্বর্গলোকে
আকাশ বাতাস বেধ করে ।
ক্লান্ত শ্রান্ত মনে ফিরে যাও
তোমার মালিকের কাছে ।