খুঁজতে যেওনা আমায়, গহীন অরণ্য বনে
কোন এক অজানা রাজ্যে।
খুঁজতে যেওনা আমাকে,নীল ন দের পাড়ে
ক্ষিপ্ত প্রখর বালু চরে।
খুঁজতে যেওনা আমায়, বিষণ্ণ জল দাঁ ড়ে
হিমালয়ের সিক্ত পাদ দেশের চূড়ায়।
খুঁজতে যেওনা আমাকে, বাদলা দিনের ক্ষণে
নদীর অতল গভীরে র কিনারায়।
খুঁজতে যেওনা আমায়, কালবৈশাখীর ঝড়ে
শ্যাওলায় ভরা পুকুরের প্রাণে।
খুঁজতে যেওনা আমাকে, চৈত্রের ভর দুপুরে
ঐ সুদূর আকাশের তরে।
খুঁজতে যেওনা আমায়, মাঘের শিশির ভেজাতে
সূ উচ্চ চাঁদের দেশে।
খুঁজতে যেওনা আমাকে, হেমন্ত দিনের সূর্যাস্তে
পাতাল মর্তে ঘোর আঁধারে।
খুঁজতে যেওনা আমায়, দুর্দান্ত বিজলীর কুটিরে
নীজম রাত্রির দীপ্ত অন্ধকারে।
খুঁজতে যেওনা আমাকে, রংধুনর সাতটি রঙে
ঘুমন্ত পাখির বাঁসার দ্বারে।
খুঁজতে যেওনা আমায়, বাগানের চারি দাঁড়ে
কোকিলের মধুর তানের সুরে।
খুঁজতে যেওনা আমাকে, গাঁয়ের বঁধুর কলসে
জুঁই চামিলী রক্তিম গোলাপে।
খুঁজতে যেওনা আমায়, উদাস পাগলের শিয়রে
বর্ষার বৃষ্টির কোমল হাওয়াতে।
খুঁজতে যেওনা আমাকে, কুমারী মেয়ের ভালোবাসা তে
মাঠের প্রান্তরের সবুজ ঘাসে।
খুঁজতে যেওনা আমায়, প্রেয়সীর কালো চুলে
গোধূলির বেলা ভূমির কাছে।
খুঁজতে যেওনা আমাকে,বিরহীর আর্তনাদের বস্তীতে
মৃত্তিকার তিন হাত গোরস্থানে।
খুঁজতে যেওনা আমায়, বিকেলের মিষ্টি রোদে
মৃত্যুর দুয়ারে র ঊষা লগ্নে।
খুঁজতে যেওনা আমাকে,আমারে আমায়...।