তুফান মাঝে জলের কলতান উঠে ক্রন্দনগাঁথা মালা নিয়ে
কার্তিকের শ্যামল পল্লবীতে বাঁধন ভেদন জাফরান রঙের
ফুল ফুটে
অসীমের অদৃশ্যে
নিস্তব্ধ আঁধারে দীপ্তজ্বালা দীপ্তিহীন অগ্নিঢালা পাণ্ডবের নির্বাপিতে
জয়ধ্বনির প্রতিবিম্ব জেগে থাকে সারাদিন আনমনে স্নিগ্ধশান্তরূপে
পরাভব কুপে
বনস্পতি তৃণে
সমুচ্চ নিন্দাসর্পদলে ধিক্কারের প্রাচীরে ছিন্ন কালানলে নিশাচর
প্রলয়তিমিরে সংকীর্ণ চীৎকারের সিম্ফনি ভেসে আসে দূর বিনাশের
জয়োৎসব থেকে
শোকাতুর সজলনয়নে
বিফল পীড়া সুতীক্ষ্ণ ক্রীড়া বিসর্জনের প্রবৃত্তি তীব্র পাপস্ফীত
ভেসে বেড়ায় বিদ্বেষের অন্তঃপুরে নির্বিচারে মোহডোরের ভূপে
সঁপেছি তাঁরে মনের প্রাণে
দুর্গতির দুর্মতির ঝঞ্ঝাঝড়ে
জর্জরিত রক্তশতদলে নির্বাক নির্বৃতি অবনতশিরে মণিকার
কুঁড়ে ঘরে ঠাই দিয়েছি দ্রৌপদীর ভুজবলে পঞ্চপতির সূচিমুখে
উল্কাসম মণিমঞ্জীরে
স্পন্দনের মধ্যাহ্নগগনে
রক্তাম্বর আড়ম্বর নির্ভয়ে সঞ্চয় রূপে লাঞ্ছনার অরণ্যের বুক চিরে
অমলিনমুখে তামসীর মূর্তিমতী সর্বপ্রীতি যাবে সৌরভ গৌরব
কূলের পাড়ে
ঝড়ের দিনে
ফাঁকিবাজের ইন্দ্রলোকে মনোহরণ পুলক মেখে মধুর বধুর সোহাগ
ছেড়ে রূপের স্বপন ভুলে উতলা প্রেমের স্মৃতি নিয়ে প্রভাতকালের প্রণয়ের কিরণ ছিঁড়ে যাবে অচিন বন্দরে।