নিথর কঙ্কাল ঘুণে খাবে নিস্তব্ধ নির্জন অন্ধকারে
তল্পিতল্পা ভাবে সর্বনাশের নিদ্রাতুর দেয়াল বেয়ে
নিঝুম গ্রন্থিমূলে
শূন্যতার গম্ভীরে
বেহালার রঙিন সুরে উদাসীন প্রহরে বিলুপ্ত অবেলায়
ঘুমাঙ্কিত প্রতীক্ষাপ্রবণ সুপ্রাচীন মহানদীর কূলের স্রোতে
হৃদয়গ্রাহী আলিঙ্গনে
নির্বাসনের বন্দরে
জলচুম্বন গুপ্তচরে অমাবস্যার নগণ্য লস্কর চক্করে ছায়াহীন
নিরর্থক ঝটকায় সুসমাচারে দর্পণের ভগ্নাংশে অবসন্ন অরণ্যে
পৌরাণিক চিবুতে
মনস্থির জলযানে
বিমূর্ত ভাঙা নৌকায় চড়ে উত্তপ্ত বন্ধ্যা পাহাড় পাড়ি দিবো
অব্যক্ত বাদামি রঙের স্বাদ ভুলে ধুলো ধুঁয়োর ঘ্রাণ ছড়িয়ে
বিফলতার মোহরূপে
আতশবাজির অন্দরে
ছটফট দুয়ারে চঞ্চল মৌনের ভিতরে জলাভূমির মাতাল
হাওয়ার ছবি আঁকে নামহীন স্মৃতির পাতা গুলি থেকে
উলঙ্গতার কপালে
বিপন্ন তিলকে
খোঁয়ারির নীড়ে উল্লসিত রুক্ষ শ্যামা ভ্রূক্ষেপহীন আস্তিনে
স্পর্ধিত মনোজালে অভ্রের প্রাসাদে দুঃস্বপ্নের আক্রোশে
সমীচীন কালক্ষয়ে
লক্ষ্যভেদী দিঘিতে
তন্দ্রাচ্ছন্ন নিঃশ্বাসে পরাক্রান্ত ভাবলোকে সন্ধ্যার আঁধিয়ারে
মহাউল্লাসের উৎসবে সুন্দরীতমার আঁচল ধরে জীবন প্রদীপ যাবে ওপারে।