বর্ণিল জীবনের রঙিন ফানুস উড়িয়ে,
হেঁটে হেঁটে চলেছি  ...
মহা কালের পথ ধরে ,
একটু আধটু দুঃস্বপ্নের দোলাচল ভেঙে।
ভালোবাসার খেলাঘর
যৌবনের নিকষ হাটবাজার পেরিয়ে ,
মহাযাত্রা র আগ্নেয়গিরির;
রঙিন গোধূলির সিঁড়ি বেয়ে চলছি নিরন্তর ...।
ব্যাকুলতা র হালখাতা
সোনালী জল রঙের কষ্টের নীল দর্পণ ছিঁড়ে, ছেড়ে,
বাউণ্ডুলির বিবর্ণ পৌঢ়ত্বে ,
জোয়ার ভাটার তিক্ত সিক্ত গভীরে
আছড়ে পরছি দ্ব্যর্থক ভাবে।
শ্রাবণের স্নিগ্ধ মেঘ বসন্তের
কোমল হিম -শীতল অনিল প্রবাহ ফেলে,
অসীম কালের নীল কুঠিরে
নোনা দরিয়ার দেয়াল ছাড়িয়ে ছিঁড়ে ,
ছুটে চলেছি মহা মিলনের বদ্ধ ভূমিতে।
সন্ধ্যার সাঁঝ জ্যোৎস্নার পুষ্প ময় হাসি
দিগন্ত মাঠের কাশফুলের নরম ছোঁয়া রেখে, ফেলে,
মহা প্রাচীরের নিবিষ্ট রক্ত বর্ণের ক্যানভাসে,
সর্বগ্রাসী অতল স্পর্শী র উপকূলে ভেসে যাচ্ছি...।।
আশী বিষের ব্যথা নিয়ে।
রূপালি বাসরঘর;
সুখের দিনের বাদলা প্রলোভন-দায়ক স্মৃতি
নিবিড় প্রেমের ছিন্ন গাঁথা মালা নিয়ে,
অস্ত পাড়ের ,
অন্তিম গাঙে র ,
বিলীন নীলের তীরে ,
ছায়া মূর্তির আঁধিয়ারের লক্ষ্য সীমায় ছুটে চলেছি...
নিথর কায়ার ক্ষ্যাপা জমিন নিয়ে ।
যাচ্ছি আমি মৌনতার অনাসৃষ্টি ফেলে,
কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে র কূল হীন নিকৃষ্ট উদার তলপিতলপার ভূ গর্ভে ।