জেগে থাকি প্রতিটি রাত মগ্ন থাকি তোমার নাম জপনে
কাটাই সারাবেলা ধ্যানের জগতে কাঁদি নিরালায় গোপনে
নিয়ন চাঁদোয়ায় বিষাদের চাদর অঙ্গে জড়িয়ে চেয়ে থাকি
পশ্চিমা হাওয়ার তরে যা ছুটে চলে অবিরত মদিনার দিকে
কেঁপে উঠে দুচোখের পাপড়ি যুগল অশ্রুর ছলে গভীর অনুরাগে
ঢেকে দিয়ে যায় বিষণ্ণতার আকাশ খানি পূবালী ছলনার টানে


সমুদ্রচারী মিষ্টি পাখি গান গেয়ে যায় তরল হাসির সিক্ত সুরে
ভরাট পূর্ণিমার রেখা পথ ধরে অগাধ ভক্তির শ্রদ্ধার জলে
বিকেলের সূর্যি মামা ক্লান্ত শরীর নিয়ে ভেসে বেড়ায় সবুজ গম্বুজের উপর দিয়ে
নির্ভীক চিত্তে শত শত বার চুম্বুন করে ব্যাকুল- আকুল হয়ে
বাতাসের তানে মনের বানে প্রেম জাগে হিমেল অনলে
ফাটা নিঃশব্দের ছিন্নভিন্ন বুকের চারিধারে অন্তহীন শূন্যতার বাঁধ ভেঙে


নিপুণমন্ত্রে স্বপ্নের ভিতরে শ্লোক আঁকে যতনের পরশ পাথর দিয়ে
নির্জনতার জালে অতল আলিঙ্গনের ম্যাপে বেদনার স্বচ্ছ রঙ মেখে
মনের মর্মে স্বচক্ষে স্বকর্ণে প্রসন্ন প্রসুনে নির্ঘুম বসন্তের জোছনায়
দাও যদি দেখা হে তরানে ওয়ালা কুরাইশি (সঃ) ভালোবাসার ঘাটলায় ।