এই শহরের অলিতে - গলিতে ময়নাতদন্তের ঘাটে
কত ডাকাত দেখলাম
কত চোর বাটপার ছিনতাইকারী দেখলাম
কিন্তু! কাউকে দেখলাম না-
আমার আগুনে পোড়া হৃদটা চুরি করতে
অথবা বাম দিকের পকেটে যা থাকে তা নিয়ে যেতে-
জন্মলগ্ন থেকেই আমি দগ্ধ- বিদগ্ধ
গেল বছর বাবা চলে গেল গন্ধহীন অন্ধকারে
বাবা চলে যাওয়ার ব্যথাটা
আমায় দিনের পর দিন আঘাত করে যাচ্ছে-কালবৈশাখীর ন্যায়
তারপর সংসার ধর্ম
আহ! বিষম বেদনার দিন গুলি চলতেই থাকে অবিরত
ভাবনার আকাশে শুধু ঘনমেঘ -
অপেক্ষার প্রহরগুলি দীর্ঘ হচ্ছে ব্যাপক হারে
অভাব যেন আমার বুকের উপর ঘর বেঁধেছে
                            -মান্দাল গাছের ছাল দিয়ে
যা ফেলতও পারছিনা
গায়ে দিয়েও রাখতে পারছিনা- এযেন  এক মরন ব্যাধিরোগ
রাত্রির অনিষ্ট ফুঁৎকারের অনিষ্ট বড্ড দিনের অনিষ্ট থেকে
মুক্তি পেতে চেয়েই এই আমার আকুতি-
কিন্ত কতবার আমি ঘুরেছি
কংক্রিটের বস্তিতে পাড়াগাঁয়ের নগ্ন পল্লীতে
                                  -নির্জন গহিন আঁধিয়ারে
কিন্তুনা! একটি ছিনতাইকারী চোর ছেচ্রা পেলাম না-
আবার আমি এই শহরের অলিতে-গলিতে হাঁটি
কোন ডাকাত ছিনিয়ে নেয় কিনা-
                         আমার আগুন পোড়া ক্ষত মনময়।