দুরন্ত তোমার চোখের চাহনি,
নাগর ডাগর চুলের রাশি;
ঢোসা খোসা ভাসন্ত ঠোঁট,
ঠুনকা ঠুনকা গালের পশম;
ডুবন্ত ঘুমন্ত আবছা আবছা ভ্রূ যুগল।
জাগ্রত নিদ্রিত হৃদে র গহীন
ছাড়া ধরা থামা চলা ক্ষিপ্ত আলপনা ।
সরল গড়ল তরল স্ততি সরস ঝুনা
তোমার যৌবন জোয়ার ।
কোমল ম্লান অম্ল অগ্রজ ঘন
ঘোলা দৃষ্টি ,আমার তারুণ্য মনে ব্যাপক ভাবে দুর্বার আনে।
ঠাণ্ডা নিঃশ্বাস প্রশ্বাস এপিঠ ওপিঠ
উদার জমিন তোমার,
সিক্ত শক্ত হর্ষ সুশ্রী সুরভি মণ্ডিত করেছে আমার ।
মৌন মধুর স্পর্শ সচল পাণি র লাজুক
ছোঁয়া,আমায় তুষ্টের ছলে আসক্ত করেছে ।
তোমার টাটকা শুষ্ক মৃদু মুখ্য ফলন্ত
ভালোবাসা;আমায় নিখুঁত প্রেমের পূজারী বানিয়েছে।
যাকে বলে, গড় মিল গরহাজির নামঞ্জুর !
না - টক না - মিষ্টি, খসে পড়া ভালোবাসা;
মন গড়া সুখের নদী ।