আজো আমি কাঁদি রাত্রির অন্ধকারে
প্রতিক্ষণে ভাবি একা নিরালায় গোপনে।
কেন জানি না চোখের জল আসে
মনে হয় কিছু একটা হারিয়েছি।


না কোন মনে পড়ছে না আমার
তবে অশ্রু আসে হৃদয়ের গভীর হতে।
ফোয়ারা নামে অঝোর দ্বারা ক্ষণে ক্ষণে
বুঝতে পারিনা কাউকে প্রতীক্ষার প্রহরে।


কত জ্বালা সইবো দু নয়নের পাপড়িতে
ভাল করে বুঝি বিষাদের বেদনা।
নিঝুম রাতে দ্বি প্রহরের সাথে সাথে
বেলি ফুলের ঘ্রাণে ভোরের শিশিরে।


আকুল করা বকুলের গন্ধের ছোঁয়াতে
তার পরেও হৃদয়ে দুশ্চিন্তার কালো থাবা।
সবকিছুর পরেও কেন আমি কাঁদি
ক্রন্দনের ছলে ভেসে যাই দূর আকাশের প্রাণে।


আমি জানি না বুঝিনা কিসের জন্যে
নিশ্চুপ নির্জনে ঘুমিয়ে থাকি নিরবধি।
হয়তো তারই আশাতে কেঁদে ফিরি বনে।
হে প্রিয়তমা... ।