সেই দিন বৃষ্টি ভেজা শিশির ঘাসে
উষ্ণ হাওয়ার ছলে,
ঊষার লগ্নে ফুল কুড়োতে এসেছিলে
বকুল তলার মূলে,
খুব আনমনা হয়ে ।
রোদ্দুর এসে,
যখন লাগলো তোমার চুলের আগায়
তখনও তুমি ফুল কুড়োচ্ছো দু হাত ভরে,
আমি তখন;
আম গাছের শিকড়ে দাঁড়িয়ে দেখছিলাম
তোমার মৃদু মৃদু চিক চিক কালো চুল গুলো,
ফিনফিনে শাড়ির আঁচল খানি
তরঙ্গ ভঙ্গের ন্যায় উড়তে ছিলো ।
যখনই আমার দিকে নজর পড়লো,
তখনই তুমি;-
মুচকি হেসে গাঁয়ের মেঠো পথ ধরলে
আপন সুখে।
আর আমি;
ঠায় দাঁড়িয়ে আছি ,
তোমার কোমল নীলাভ ওড়নার দিকে
নিবদ্ধ দৃষ্টি দিয়ে ।