খেয়া র স্রোতে কালের তরঙ্গে বেঁধে চলে গেলে,
অসময়ে অবেলায় ধোঁয়ার সাথে পেঁচিয়ে
ঝড় ক্লান্ত বায়ু স্তরে ।
ঘুম ভরা রৌদ্র ছায়া ভাবনার সুনীল আকাশ ফেলে,
অনন্ত কালের বিশীর্ণ গর্জন শীল;
মিলন প্রয়াসী নিষিদ্ধ নিশীথের জল ধারায় ।
আস্ত কুঁড়ে মরীচিকার কাদামাখা শ্যাওলার জলে রেখে,
ব্যর্থতার অনুশোচিত ক্রান্তি বেলায় ডুব দিলে,
প্রেম দীপ্ত মলিন রঙের ধূসর বালিতে ।
অন্ত্যমিলে উড়ন্ত মেঘের ডানা নিমগ্ন সুগন্ধ পুষ্প মালা ছেড়ে,
ছিঁড়ে চলে গেলে ভর দুপুরে।
ভাসমান শ্রাবণ মেঘের দীর্ঘশ্বাসের প্রহরের পৌর পথে,
কাঁটাঝোপ বিষণ্ণতার সর্বস্বান্ত অরণ্য ময়;
ফণীমনসার বিস্ময় সেমিকোলনের তীর ভূমিতে ।
প্রসন্নতা র নোংরা প্রান্তরে জীর্ণ পান্থশালায় অদ্ভুত প্রদেশে
ছিন্ন তার জাল বিছিয়ে নির্ঘাত দৃষ্টির ছলে,
চলে গেলে আমায় ফেলে সোনালী মাঠের সজীবতার তুচ্ছ সুখ -দুঃখের নীড়ে।