অবরোধ জীবনে আটকে আছি বহুকাল ধরে
জানালার রেলিং ধরে তাকিয়ে আছি অনেক দিন হল ।
সবুজ মাঠ সবুজ ঘাস ঝির ঝির বৃষ্টি সব কিছু মিলে
একাকার হয়ে আছে প্রকৃতি ।
মনের পাখি টি উড়বে উড়বে ভাব ;কখন জানি উড়াল মারে
বন্দি খাঁচা ভেঙে চুরে,কে জানে ;চোখের জলে ভেসে যাবে কি –না।
হৃদয়ের আকাশে মেঘ জমে ভারী হয়ে আছে
নামবে যে কখন উত্তাল জল তরঙ্গ অরণ্যের মরু ভূমিতে ।
চাতক পাখি এসে কানে কানে বলে দিয়ে যায়
রাখতে পারবে কি ? শূন্য লোকের থাবা থেকে ।


নিষ্ফল নিষ্প্রাণ দেহ পড়ে থাকবে অনায়াসে
মৃত্তিকায়,জানবো না কখন; সিক্ত ঘুড়ি উড়ে যাবে আমায় না বলে ।
নড়বড়ে নিদারুণ নিঃশ্বাস ঘণ্টার ন্যায় টং টং
আওয়াজের ধ্বনি দিতে দিতে চলে যাবে অসীম লোকে ।
যথার্থ ই আমি চলে যাবো তোমাদের দেওয়া
ভালোবাসা; দুঃখ কান্না গ্লানি বুকের পাঁজরে নিয়ে ।
আমার যুদ্ধংদেহী নিথর হয়ে বালির কণায় গড়াগড়ি খাবে
মুহূর্তের মধ্যে,ধড়ফড়ানি বেড়ে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হবে ,
নদীর মাঝে,পাল উড়া বে মাঝি বিহীন ।
দেখবে সবাই তাকিয়ে কিন্তু বলতে পারবে না কিছু ই,
তাই কেনো জানি, মন টা উড়ো উড়ো ভাব ;
এখনই যাবে চলে সুদূর পাণে ।