ললাটে চুমি খেয়েছি বহুবার
পহেলা ফাল্গুনের সন্ধ্যাবেলা প্রবল বর্ষণমুখর
ঘন আঁধিয়ারে –
বাতির সলতেতে আগুন জ্বলছিল
তখন অদূর জঙ্গলের ভিটা বাড়িতে
স্পর্শে তুমি জাগালে আমায়
স্বপ্ন -যৌবন জাদুর জিয়নকাঠি দিয়ে
আহা! হৃদয় আজ শান্তির দোলাচলে হারিয়ে গেলো
প্রাণবন্ত ছন্দের বন্ধনে আবদ্ধ হয়ে
যদিও প্রেমাকূল স্মৃতির চাদরে সাঁতার কাটে
নিঃসংকোচ দহোনুভূতির ধূলি দেয়ালে
শব্দপুঞ্জ জীবনে –
নৈঃশব্দ্যের হলুদ আভা নিরামিষ ঢেউয়ে ভাসবে
এটাই স্বাভাবিক প্রতিক্রিয়ার অনুষঙ্গ।