পথ চলতে আজ ভীষণ দুষ্কর মনে হয়
হঠাৎ এক ঘোর অন্ধকার স্নিগ্ধ ঊষা।
প্রসন্ন বিমূর্ত পথিক হেটে চলা অঝর হাওয়া
সূর্যের হাসিতে মুগ্ধকর বৃষ্টি ভেজা গোলাপ।
বাগানে ফুটে থাকা অদেখা ফুটন্ত ভালবাসা
গভীর রাত্রিতে চন্দ্রিমার জ্বলে ওঠা আপন ছোঁয়া।
সমুদ্রের বকে ভেসে ওঠা ছন্দ হীন কালো ঢেউ
মরুভূমিতে বালির কনায় জ্বলে থাকা ঘোর প্রদীপ।
আকাশের বুকে তারার মেলায় আলোর ছবি
ডুবে থাকা স্বপ্নহীন বিভর ভালবাসার দীপ্ত শিখা।
কাব্যের খাতায় গদ্যের রেখায় গল্প হীন নীঘোড় প্রেম।।