জলের স্থলে বর্ষার নির্জন দুপর বেলাতে
ভোরের স্নিগ্ধ বায়ুতে পূর্বের সূর্য হাসিতে।
অসীম বেদনার জরাজীর্ণ পুলকিত বাসনার প্রথিক
মাটির ভিতরে লুকিয়ে থাকা অজানা প্রাকৃতিক।
ঝর্ণার ঝরে যাওয়ার ক্ষীপ্তক্ষণে ব্যথার দানে
পূর্ণিমার চাঁদের আলোতে বসুধার বক্ষে বিজলী।
দুরন্ত পথিকের উড়ন্ত পথ চলার দীক্ষারে
সঙ্গী হীন রণের ময়দানে ভাঙ্গার আর্থনার সুর।
মাঝির সুখের তানে জোয়ারের মৃদু ক্ষণে
বসন্তের কোকিল ডাকে বাতায়নের পাশে বসে।
রজনীর গন্ধে হৃদয়ের চোরাবালিতে আকুল বিহনে
তন্দ্রার মধ্যে শুনতে থাকি অঝর হাহাকার।
আজও আমি কষ্টের মেঘের স্রোতে ভেসে বেড়ায়
অতন্দ্র প্রহরীর মত পদ্মার কিনারায় দারিয়ে...।