যাসনে সখি হিজল বনে বাদলা দিনে
বৃষ্টি নামবে আকাশ ফেটে ঝড়ের তানে।
বর্ষার ঝির ঝির বায়ুতে মিষ্টি রোদে আড়ালে
এক ঝলকে পৌঁছে যাবো নদীর ওপারে ।
মেঘের হাঁকা হাঁকিতে পুতুল নাচে কানা মাছিতে
দূরের সমীরে ভূমিকম্পে ফাগুনের ভরা বাদরে।
অন্ধকারে ফুলের তরে প্রদীপ জ্বলে বারে বারে
বাতায়নে বসে দেখি ঝড়ের আভাসের তালে তালে।
জুঁই চামিলী ফুটে উদ্ভূত বাগানের দাঁড়ে
কাদামাটির তরে নিবিড় অন্ধকারে পাখির সারি।
যখন আঁধার নামে পৃথিবী জোড়ে কোকিলের নীড়ে
হাঁটুর তীরে গভীর বিলে জোনাকিরা নৃত্য করে।
আকাশের নীলে গহীন চাদরে সৌরভী আঁখি
বিরহের কুঞ্জ বনে যতন করে রাখিস বারি।
লাঙ্গল চালায় উর্বর ভূমির মায়ার ছলে
জীবন চলে অধীর স্বচ্ছ শিশিরের ছন্দ হারে।
আঁকা বাঁকা সরু পথে লিখে যাই শোকগাথা।