মোর জীবনে এসে ছিল এক ডানা কাটা সুন্দরী
আমার শিয়রে বসে কোমল সিক্ত হাতে ধরে ছিল।
দীঘির জলে পুকুরের পাড়ে কদম গাছের তলে
মেঘলা আকাশের নীচে বৃষ্টি ক্ষণে ফুলের গন্ধে।
কিছু কাশফুলের উষ্ণ নরম ছোঁয়ার অনুভূতির লগ্নে
ভেজা বিস্তীর্ণ সবুজ ঘাসের গভীর হৃদয়ের অনুক্ষণে।
চোখের দৃষ্টি যেন পড়ে ছিল ঐ পাড়ের গোলাপের বনে
ঝলমলে পানির স্থলে মাছের ছরা ছরি মৃদু বায়ুর সনে।
সারি সারি চতুর্দিকে বৃক্ষের হাসি পাখিদের রাশি রাশি
ঝির ঝির হাওয়াতে সুপারি পাতার আড়ালে সূর্য্যি মামা।
কাঁঠালের গন্ধে আকুল করা চিত্তের দরজায় কড়া নাড়ে
মন শুধু উড়ন্ত পাখির ডানায় উড়তে চায় তাকে পেয়ে।
তখন সে আমার প্রাণে চেয়ে মিষ্টি দু ঠোঁটের হাসিতে
উতলা ঘুম ঘুম নয়নে কালো কাজলের পাপড়ির ঝলকে।
দখিনা সমীরণে ভ্রমরার মধুর ঘ্রাণে ভরে যায় মন
চোখের পলক পড়তেই হিয়ার ভিতরে হৃদপিণ্ডের আনমন।
দেখতে পেলাম শাড়ীর আঁচলে মোড়ানো স্নিগ্ধ কালো চুল
তার অপরূপ রূপের মোহনাতে ভিজিয়ে দিল আমার হৃদয়।
ভারাক্রান্ত ক্ষণে ওরে খুঁজি প্রাণের আকুল বিহনে...।