আহত পাখির মতন কখন ডুবি আবার উড়ি
জীবনের ঘুড়ি চলে অলি গলি দিগন্তের তরি।
সাদামাটা ঘাস ফড়িংয়ের সূতার মধ্যে সবই
তাজা ফুলের ডগায় কুঁড়ি মুকুলে গোঁরা কুড়াই।
আবেগ ভরা শূন্য হৃদয় খুঁজে বেড়ায় অচেনা পথ
চোখের জলে ভেসে যায় বহুদূর শূন্য লোকের দ্বীপে।


অন্ধকারে সাজাই আলোর প্রদীপ রেখা তীর বিহনে
ঘুমাতে যাই সেই খানেতে ভোর হয়ে রয় স্বপ্নহীনে।
আঁধার ঘরে বিরহের মালা গাঁথি সখি তোর লাগি
শুষ্ক পাতার মতো আগুনে পুড়ে যাবে দেহ খানি।
মেঘের স্রোতে দুঃখের সাগরে আবেগী মনের সনে
বিষাদ ছোঁয়ে গেছে অরণ্য নীল কুটিরের বনে।


যন্ত্রণার কাতর শোনে জাগবো গভীর রাত্রির ক্ষণে
সূর্য্যি মামার আলোর প্রতিফলনে উঠবো জাগরণে
সেথায় বিজলী হাঁকে বিরহের করুণ রুদের বীণে।।